ক্রীড়া ডেস্ক
ঢাকা: ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অভ্যাসে পরিণত হওয়া সিরি ‘আ’ শিরোপা হাতছাড়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগেও জুটেছে ব্যর্থতা। তিন ক্লাবের হয়ে মৌসুম সর্বোচ্চ গোলদাতা হওয়ার মাইলফলকও তাঁর নামের পাশে ক্লিশে দেখাচ্ছে। এ পরিস্থিতিতে সমালোচকরাও ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রসদ নিয়ে। শোনাচ্ছেন, রোনালদোর ফুরিয়ে যাওয়ার গল্পও।
রোনালদো যে হার মেনে নেওয়ার পাত্র নন! অনেকটা পরোক্ষভাবেই ‘সিআর সেভেন’ জানিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি। জানালেন, তিনি রেকর্ডের পেছনে নন, রেকর্ডই তাঁর পেছনে ছুটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমি কখনো রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। ফুটবল একার খেলা না। এটা দলীয় খেলা। একার পারফরম্যান্স দিয়ে বড় কোনো শিরোপা জয় সম্ভব না। এটা খুব সহজ ব্যাপার। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ যারা দলের সাফল্যে-ব্যর্থতায় পাশে থেকেছেন।’
রোনালদো সর্বশেষ আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—তিন লিগেই মৌসুম সর্বোচ্চ গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। একই সঙ্গে তিন দলের হয়েই লিগ শিরোপাও জিতেছেন।
এবারের সিরি ‘আ’তে জুভেন্টাস তাদের শিরোপা ধরে রাখতে না পারেনি। তবে ব্যক্তিগতভাবে ২৯ গোল করে এই মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের হয়ে রোনালদোর গোল সংখ্যা ১০১।
নিজের এই মাইলফলক নিয়ে রোনালদো আরও বলেন, ‘তিনটি ভিন্ন দেশের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হওয়া, তিন ক্লাবের হয়ে ১০০ গোল করা- এসবের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। স্পেন ছেড়ে যেদিন ইতালিতে এসেছি, তখনই জুভেন্টাসকে কিছু দেওয়ার মনস্থির করেছিলাম। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ, ইতালিয়ান সুপার কাপ, সিরি ‘আ’ জিতেছি।’