হোম > খেলা > ফুটবল

আরেকটি চ্যাম্পিয়নস লিগে চোখ মেসির

ক্রীড়া ডেস্ক, ঢাকা

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই বছররে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কাল। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি জানিয়েছেন, নিজের লক্ষ্য আর স্বপ্নের কথা। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা মেসি পিএসজিতেও অন্তত আরেকটিও চ্যাম্পিয়নস লিগ জিততে চান। 

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে কাতালানদের অনেক সাফল্য এনে দিয়েছেন মেসি। তবে বার্সায় শেষ তিন বছরে চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা জিততে পারেননি লা লিগা শিরোপাও। সর্বশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ আর ২০১৮তে জিতেছিলেন লা লিগা। 

গত মৌসুমে জিততে পেরেছেন শুধু কোপা দেল রে। বার্সায় তাই ক্যারিয়ারের শেষটা খুব বেশি একটা রাঙাতে পারেননি ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। পিএসজিতে নাম লিখিয়ে তাই সংবাদ সম্মেলনে এসে মেসি বলেছেন, ‘আমার লক্ষ্য এবং স্বপ্ন অন্তত আরেকবার চ্যাম্পিয়নস লিগ জেতা। আমি মনে করে চ্যাম্পিয়নস লিগ জেতার মতোই দল আমরা।’ 

বার্সেলোনায় সব মিলিয়ে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ,  ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরিচয় বদলে মেসি এখন পিএসজির খেলোয়াড়। নতুন পরিবেশে নতুন ক্লাবে এবার নিজেকে নতুনভাবে চেনানোর সুযোগ তাঁর।

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন