হোম > খেলা > ফুটবল

নিজেদের হাতে নেই রোনালদোদের ভাগ্য

ক্রীড়া ডেস্ক

ঢাকা: ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রোনালদোরা! গতকাল রাতের এ জয়ে টেবিলের চারেও ওঠে এসেছিল জুভেন্টাস। তবে এ আনন্দ খুব বেশি স্থায়ী হলো না তুরিনের বুড়িদের। আজ ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলির ২-০ গোলের জয়ে আবার পাঁচে নেমে গেছে জুভরা।

ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে এখন ‘যদি’ ‘কিন্তু’ ভরসা ইতালির সফলতম দলটির! লিগে নিজেদের শেষ ম্যাচে ২৩ মে বোলোনিয়ার বিপক্ষে জিতলেও তাই কাজ হচ্ছে না জুভেন্টাসের। তাকিয়ে থাকতে হবে এসি মিলানের শেষ দুই ম্যাচ ও নাপোলির শেষ ম্যাচের দিকে।

লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও মিটিমিটি জ্বলছিল। টিকে থাকার পথে চ্যাম্পিয়ন ইন্টারের বাধা ভালোভাবেই উতরে গিয়েছিল তারা। টেবিলের পাঁচে থাকা নাপোলির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছিল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে ছিল নাপোলি। তবে ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলি জেতায় জুভরা নেমে গেছে পাঁচে। ৭৬ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে নাপোলি।

জুভেন্টাসের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। শেষ দুই ম্যাচে এসি মিলানের প্রতিপক্ষ কালিয়ারি ও ফিওরেন্তিনা। নাপোলি খেলবে ভেরোনার বিপক্ষে।

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন