হোম > খেলা > ফুটবল

নতুন তিন মুখ নিয়ে সৌদি যাচ্ছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে থাকা ফুটবলারদের নাম প্রকাশ হয়ে গিয়েছিল আগেই। শোনা যাচ্ছিল, সৌদি আরবে হতে যাওয়া প্রাথমিক দলের ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন নতুন তিন ফুটবলার। শেষ পর্যন্ত হলোও তাই।

২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ মার্চ সৌদিতে গিয়ে ১৫ দিনের ক্যাম্প করবে হাভিয়ের কাবরেরার দল। এই ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন সৈয়দ কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন। মদ-কাণ্ডের পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণ।

ক্যাম্পে ডাক পাওয়া কাজেম কিরমানি শাহ দুই মৌসুম ধরে খেলছেন পুলিশ এফসির হয়ে। ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে করেছেন দুই গোল। ১৭ বছর বয়সী রাব্বি হোসেন রাহুল এবার আলো কেড়েছেন লিগে। দল ব্রাদার্স ইউনিয়ন লিগে কোনো জয় না পেলেও ৯ ম্যাচে ৫ গোল করেছেন তরুণ এই ফরোয়ার্ড। লিগে রাকিব হোসেনের পর বাংলাদেশিদের ভেতর রাহুলের গোলই সর্বোচ্চ।

জাতীয় দলে রাইটব্যাক পজিশনের জন্য তাজ উদ্দিনকে লড়তে হবে তারই বড় ভাই সাদ উদ্দিনের সঙ্গে। শেখ জামালের হয়ে খেলে আলো ছড়িয়েছেন তাজ। পায়ে চোট থাকলেও প্রাথমিক দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছেন সাদ উদ্দিন।

প্রাথমিক দলের ক্যাম্প থেকে চোটের কারণে বাদ পড়েছেন ঘরের মাঠে লেবাননের বিপক্ষে দারুণ এক গোল করে এক পয়েন্ট এনে দেওয়া ফরোয়ার্ড শেখ মোরসালিন। তার জায়গায় দলে ফিরেছেন মোহামেডানের শাহরিয়ার ইমন। চোটের কারণে নেই তারিক কাজীও। জায়গা হারিয়েছেন দলের একসময়ের নিয়মিত মুখ উইঙ্গার মো. ইব্রাহিমও।

আগামী ২ মার্চ সৌদি আরবে উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ১৫ দিন ক্যাম্পের পর সরাসরি চলে যাবে কুয়েতে। ২১ মার্চ কুয়েতে হবে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ। আর ২৬ মার্চ ঢাকার কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম

রক্ষণ: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।

মাঝমাঠ: সোহেল রানা, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, সৈয়দ কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রায় ও জায়েদ আহমেদ

আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বী হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন