হোম > খেলা > ফুটবল

মেসি আসাতেই শক্তি হারিয়েছে পিএসজি, দাবি ওয়েনের

ক্রীড়া ডেস্ক

১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লেগেছে চার দশক। ২০১১ সালে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ফরাসি ক্লাবটি কেনার পর থেকেই পিএসজি মূলত ব্র্যান্ডে রূপ নিয়েছে।

অঢেল অর্থ দিয়ে পরদেশি ক্লাব নিজেদের করে নেওয়ার কারণও ছিল সুস্পষ্ট। পিএসজিকে বিশ্বসেরা ক্লাব বানানো। লক্ষ্য অর্জনে গত এক দশকে কী করেননি কর্ণধার তামিম বিন হামাদ ও সভাপতি নাসের আল খেলাইফি! 

রোনালদিনহো-ডেভিড বেকহাম থেকে শুরু করে জ্লাতান ইব্রাহিমোভিচ-দানি আলভেস-এডিনসন কাভানি-জিয়ানলুইগি বুফন, নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে লিওনেল মেসি-সার্জিও রামোস; হালের সব সেরা তারকাকে নিজের করে নিয়েছে পিএসজি। 

কিন্তু তারকায় ঠাসা দল নিয়েও যখন কোনো দল লক্ষ্য থেকে যোজন-যোজন দূরে থাকে, তখন কেউ কথা শোনাতে ছাড়ে না। এবার যেমন মেসিকে জড়িয়ে পিএসজিকে খোঁচালেন মাইকেল ওয়েন। 

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল বেলজিয়ান ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ইউরোপীয় মঞ্চে নতুন অধ্যায়ের সূচনায় মেসি ছিলেন মলিন। গোল পাননি আক্রমণভাগের দুই সঙ্গী নেইমার-এমবাপ্পেও। কিন্তু পিএসজির পয়েন্ট খোয়ানোর দায়টা মেসিকেই দিচ্ছেন ওয়েন। 

খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তির হয়ে কাটালেও কখনো চ্যাম্পিয়ন লিগ ছুঁয়ে দেখা হয়নি ওয়েনের। সেই তিনিই বলছেন, মেসির কারণে পিএসজির আক্রমণভাগ দুর্বল হয়ে পড়েছে! 

বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী সাবেক ইংলিশ ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা ওদের (মেসি-নেইমারদের) মাথায় তুলে রাখছি। যাচ্ছেতাই তকমা জুড়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় মেসি আসায় ওরা দুর্বল হয়ে পড়েছে। বুঝতে পারছি না মানুষ কেন পিএসজিকে ফেবারিট বলছে।’ 

ওয়েনের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দ অবশ্য ড্রয়ের দায়টা মেসিদের ওপর চাপাতে নারাজ। চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা জিততে পিএসজির মাঝমাঠ আরও শক্তিশালী করার তাগিদ ফার্দিনান্দের, ‘বড় খেলোয়াড়দের কাজ (মেসি-নেইমার-এমবাপ্পেদের) গোল করা। বল বানিয়ে দেওয়ার দায়িত্ব মিডফিল্ডারদের। আমার মনে হয় মাঝমাঠে ওদের ঘাটতি আছে। ওরা বল বানিয়ে দিতে পারছে না। মাঝমাঠে সঠিক সমন্বয় গড়ে তোলাটা জরুরি।’

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন