ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে এ মৌসুমেই প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন লিওনেল মেসি। নতুন ক্লাবে ভিন্নধর্মী ফুটবল সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিল তাঁর। তবে ‘ভালোবাসার শহর’ প্যারিসে থিতু হতেই পায়ের জাদু দেখাতে শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে প্রথম তিন ম্যাচে গোল পাননি মেসি। আক্ষেপ ঘোচে চতুর্থ ম্যাচে এসে। সেটিও উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বৃহৎ মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
সাবেক গুরু পেপ গার্দিওলার দলের বিপক্ষে ম্যাচে ৭৪ মিনিটে নজরকাড়া গোল করেন মেসি। সতীর্থ কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো জাল কাঁপান তিনি। পিএসজির জার্সিতে মেসির ওই প্রথম গোল পেল এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে সেরার স্বীকৃতি।
সেরা গোল নির্বাচনে ১০ লাখ ভোট পড়েছে। যেখানে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছে মেসির গোল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পড়েছে পোর্তোর বিপক্ষে করা লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোলে। আর দিনামো কিয়েভের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির করা বাই-সাইকেল কিকের দৃষ্টিনন্দন গোলটি ১৩ শতাংশ ভোট পেয়ে হয়েছে তৃতীয়।
মেসির গোলটি দেখতে এখানে ক্লিক করুন: