ক্রীড়া ডেস্ক
ঢাকা: চ্যাম্পিয়নস লিগ শেষ হয়েছে কদিন হতে চলল। টুর্নামেন্ট শেষ হলেও রেশটা এখনো রয়ে গেছে। সেই রেশ থাকতে থাকতেই এবারের চ্যাম্পিয়নস লিগের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। লিওনেল মেসি থাকলেও এই স্কোয়াডে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। আগের মৌসুমেও স্কোয়াডে ছিলেন না এই পর্তুগিজ তারকা।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। ২১ সদস্যের স্কোয়াডে তাই এই দুই দলের খেলোয়াড়দেরই জয়জয়কার। সবচেয়ে বেশি সাতজন খেলোয়াড় চেলসির। স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যান সিটির পাঁচ খেলোয়াড়।
ম্যান সিটির কাছে হেরে সেমিফাইনালে থেমে যেতে হয়েছিল এমবাপ্পে-নেইমারদের। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশি ১৩টি শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদও আটকা পড়ে সেমিফাইনালেই। এই দুই দলের তিনজন করে খেলোয়াড় আছেন স্কোয়াডে। বার্সেলোনার একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মেসি। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো আর্লিং হালান্ড জায়গা পেয়েছেন স্কোয়াডে। বুন্দেসলিগা থেকে জায়গা পেয়েছেন আরও একজন। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিড আলাবা।
সিরি ‘আ’ থেকে এ মৌসুমেও সুযোগ পাননি কেউই। চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল খেলোয়াড় রোনালদো এ নিয়ে টানা দুইবার জায়গা পাননি স্কোয়াডে। এই মৌসুমটা একদমই ভালো যায়নি জুভেন্টাসের। নয় বছর পর লিগ শিরোপা তো হাতছাড়া হয়েছেই। এর মধ্যে ক্লাবের কিংবদন্তি, কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করেছে তারা। জুভেন্টাসের মতো মৌসুমটা ভুলে থাকতে চাইবেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলের মালিক।
২১ সদস্যের স্কোয়াড:
চেলসি: এদোয়ার্দ মেন্ডি, বেন চিলওয়েল, সিজার আজপিলিকুয়েতা, এনগোলো কান্তে, ম্যাসন মাউন্ট, জর্জিনিও, আন্তোনিও রুদিগার।
ম্যানচেস্টার সিটি: এদেরসন, কেভিন ডি ব্রুইন, রুবেন দিয়াস, ফিল ফোডেন, ইকে গুনদুয়ান।
রিয়াল মাদ্রিদ: থিবো কোর্তোয়া, লুকা মদ্রিচ, করিম বেনজেমা।
পিএসজি: মারকুইনস, কিলিয়ান এমবাপ্পে, নেইমার।
বার্সেলোনা: লিওলেন মেসি।
বায়ার্ন মিউনিখ: লেভানডফস্কি।
বরুসিয়া ডর্টমুন্ড: আর্লিং হালান্ড।