হোম > স্বাস্থ্য

ঈদের ছুটিতে রাজধানীর ২ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১০ এপ্রিল ২০২৪, ২১: ৫৩

ঈদুল ফিতরের ছুটিতে আকস্মিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। আজ বুধবার হাসপাতাল দুটি পরিদর্শনে গিয়ে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। 

ছুটির সময়েও রোগীরা চিকিৎসাসেবা নিয়ে মন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় তাঁরা স্বাস্থ্যমন্ত্রী তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য ও ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।

পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক, কর্তব্যরত অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

ওজন কমাতে ডায়েট কেমন হবে

স্ক্যাবিস বা চুলকানি রোগের প্রতিকার ও চিকিৎসা

সেকশন