হোম > সারা দেশ > বরিশাল

দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১৭: ৪০

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে মনদ্বীপ মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্র ডুবে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপাশা দুর্গাসাগরে হাজারো পুণ্যার্থীর স্নানকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মাধবপাশা দুর্গাসাগরের হাজারো পুণ্যার্থীর স্নান চলাকালে মনদ্বীপ মণ্ডল নিখোঁজ হন। আধা ঘণ্টা পর দেহ ভেসে উঠলে তাঁকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনদ্বীপকে মৃত বলে নিশ্চিত করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। 

মনদ্বীপ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির বাসিন্দা সাগর মণ্ডলের ছেলে। 

নিহতের মা চম্পা মণ্ডল জানান, অষ্টমী পুণ্য স্নানোৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাসাগর দিঘিতে গোসল করতে নামেন মনদ্বীপ। একপর্যায়ে সকলের অগোচরে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। 

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মারা যাওয়ার পর তার দেহ ভেসে ওঠে।

বরিশাল নগরে গৃহকর: ঘুষ দিলে মাপা হয় না ঘর

নেছারাবাদে গভীর রাতে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাসহ ৩৪ জনের নামে মামলা

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

সেকশন