বিনোদন ডেস্ক
জুনেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বন তৈরি এই সিরিজে গেম অব থ্রোনস-এর প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।
প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা (এমা ডার্সি) এই সিজনে রণসাজে সজ্জিত। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এই পর্বে আয়রন থ্রোনের জন্য তাঁর ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্য দিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে (ম্যাট স্মিথ)।
তবে আগের সিজনের চেয়ে এই পর্বে ডিমনের চরিত্র নাকি অনেক দুর্বল, বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছে এই পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এ বার।