বিনোদন ডেস্ক
অভিনয়ের চেয়ে বরাবরই ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়েই বেশি কথা হয়। আর সেই সৌন্দর্যকে ‘প্লাস্টিক’ তকমা দিয়েছিলেন ইমরান হাশমি। ‘প্লাস্টিক বিউটি’ বলে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। সে সময় তাঁকে শুনতে হয়েছিল নানা কটু কথা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে উঠেছিলেন ইমরান। যদিও এরপর বিষয়টির জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান অভিনেতা। সম্প্রতি ইউটিউব চ্যানেল লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও সামনে এনেছেন অভিনেতা। জানিয়েছেন, কখনও সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন তিনি।
সাক্ষাৎকারটিতে ইমরান হাশমি বলেন, ‘এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল।’
২০১৪ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ। অতিথিদের মধ্যে যিনি ভালো উত্তর দেন, বিজয়ী হিসাবে তাঁকে বিশেষ উপহার দেওয়ার নিয়ম রয়েছে এই শোয়ে। এই প্রশ্নোত্তর পর্বে ইমরানের জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা।
ঐশ্বর্যকে নিয়ে মন্তব্য করার ফলে রোষের কবলে পড়েন ইমরান। বলিউডে কানাঘুষা শোনা যায়, ‘বাদশাহো’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ঐশ্বরিয়া। কিন্তু এতে ইমরান অভিনয় করবেন শুনে না করে দেন অভিনেত্রী।