হোম > জীবনধারা > ভ্রমণ

‘দু’চাকায় দেখতে দেশ’

ফিচার ডেস্ক

আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০৮: ২৮

সারা বছর প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভ্রমণবিষয়ক বই যে সেভাবে প্রকাশিত হয় না, সেটা আমরা জানি। সে জন্যই কিছুটা ব্যতিক্রম মনে হলো সজল জাহিদের প্রচেষ্টাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘দু’চাকায় দেখতে দেশ’ নামক ভ্রমণের বইটি। প্রকাশক নটিলাস। দাম ৫০০ টাকা।

সজল জাহিদ একজন পর্যটক। ঘুরে বেড়ান দেশে-বিদেশে। সেসব অভিজ্ঞতা নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। এর আগেও তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে।

ভ্রমণের ক্ষেত্রে সজলকে বলা যায় ভারত বিশেষজ্ঞ। প্রায় পুরো ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে বইটি সেসব ভ্রমণ নিয়ে লেখা নয়। সম্প্রতি সজল সাইকেলে ঘুরেছেন পুরো দেশ। তবে একটানা নয়। চাকরির ফাঁকে পাওয়া ছুটিতে তিনি বেরিয়ে পড়েছিলেন সাইকেল নিয়ে। সেসব বয়ান তিনি লিখে রেখেছেন ২০৫ পাতার এ বইয়ে।

এক ভয়াবহ দুর্ঘটনা থেকে সুস্থ হওয়ার এক মাসের মাথায় সজল সাইকেল চালিয়ে গিয়েছিলেন ঢাকা থেকে ত্রিশাল, ৮৫ কিলোমিটার। সেটাকে তিনি বলেছেন, পুরো ভ্রমণের টেস্টিং পার্ট। সে ভ্রমণের এক সপ্তাহের মাথায় গিয়েছিলেন ময়মনসিংহ। আর একেবারে শেষে, এ বছরের মে মাসে গিয়েছিলেন বকশীগঞ্জ থেকে হালুয়াঘাট। মাঝখানে ছিল বিশাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ। এসবের গল্প উঠে এসেছে বইটিতে।

তবে এ বইয়ের বিশেষত্ব হলো তাঁর দেখা গুরুত্বপূর্ণ জায়গা ও জনপ্রিয় খাবারের তালিকা। ভ্রমণপ্রিয়দের বইটি ভালো লাগবে আশা করি।

গোলাপি শহর তুলুজ

ঢাকার কাছে মুন্সিগঞ্জ: দেখার আছে অনেক কিছু

ইউরোপের ৭টি সুন্দর গ্রাম

মালদ্বীপে হানিমুনের সেরা পাঁচ রিসোর্ট

সেকশন