হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে হামলা-ভাঙচুর: তিন মামলায় আসামি প্রায় ১৫০০

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। এ ছাড়া চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় এই সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার দিন আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালি মোড়ে তিনটি স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে।

এসব মামলায় আজ বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইনজীবী হত্যা মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এডিসি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যে ২৮ জনকে গ্রেপ্তার করেছি, তার মধ্যে ৮ জনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

পুলিশের তথ্যমতে, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনার মামলায় নাম উল্লেখসহ ৪৯ জন ও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় নাম উল্লেখসহ ১৪ জন ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০-৪০০ জনকে। কোতোয়ালি মোড়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জন এজাহারনামীয় ও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ সকালে পুলিশ জানিয়েছিল, গতকাল মঙ্গলবার সহিংসতার ঘটনায় রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এরপর একই দিন আরও তিনজনকে আটক করা হয়। এর মধ্যে ২৮ জনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে, সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে।

ওই সংঘর্ষ চলাকালে বেলা ৩টা নাগাদ আদালত এলাকার প্রবেশমুখে রঙ্গম টাওয়ার এলাকায় একদল দুর্বৃত্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। আইনজীবী নিহতের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

পরে আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি আজ কর্মবিরতির ডাক দেন। ওই দিন সন্ধ্যায় তৌহিদি জনতার ব্যানারে নিউমার্কেট মোড়ে সাধারণ মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবি তোলে। উত্তপ্ত পরিস্থিতিতে গতকাল রাতভর অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৩০ জনকে আটক করে।

আজও বিভিন্ন সংগঠনের পক্ষে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। নগরের টাইগারপাস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, আদালতে প্রাঙ্গণে আইনজীবীরা ও বহদ্দারহাটে ইসলামী ছাত্রশিবির সমাবেশ করে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

পুলিশ বলেছে, গতকাল ওই সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী নিহতের পাশাপাশি পুলিশের ১২ সদস্যসহ ১৮ জন আহত হয়েছেন। যাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর ওই শুনানির বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে পিটিশন দাখিল করেন চিন্ময়ের আইনজীবীরা। আজ দায়রা জজ আদালতে আবেদনের ওপর শুনানির কথা থাকলেও আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দেওয়ায় শুনানি হয়নি। আগামীকাল বৃহস্পতিবারও আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

সেকশন