হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২৩: ১৮
ফাইল ছবি

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে অন্তত ১০ কোটি টাকা লুটপাটের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে কারাবন্দী থাকা নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক চট্টগ্রামের উপপরিচালক (ডিডি) নাজমুচ্ছায়াতের করা ওই আবেদনে উল্লেখ করা হয়, ‘আইআইইউসির সাবেক চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ অন্যদের বিরুদ্ধে সম্মানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য আমাকে নিয়োগ করা হয়।’

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তাঁর বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যায়।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নদভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক বলে তিনি আবেদন করেন।

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

সেকশন