হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করাসহ শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা আক্তার উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর জাহীনুর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাহীনুরের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

আজ দুপুরে স্বামীর বসতঘরে আয়শা আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি জাহানারা বেগম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত আয়শা আক্তারের শাশুড়ি জাহানারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে খেজুর রস খেতে বের হয়ে লাশ হলো ২ শিক্ষার্থীসহ ৩ জন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

বালুর বদলে মাটি ব্যবহার, প্রতিবাদে কাজ বন্ধ

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

গাজীপুরে জমি অধিগ্রহণ: ‘ক্ষতিপূরণের ভবন’ সারি সারি

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন