হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রশাসনের জব্দকৃত দুটি এস্কেভেটর উধাও, ৮ মাস পর চুরির মামলা জিম্মাদারের

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০০: ১৩
জব্দকৃত দুটি এস্কেভেটর ইউপি সদস্যের জিম্মা থেকে খোয়া গেছে। প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা এবং দুটি এস্কেভেটর জব্দ করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে ৩০ লাখ টাকা মূল্যের এস্কেভেটর দুটি শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছারের জিম্মায় রাখা হয়।

কিন্তু কিছুদিন পর এস্কেভেটর দুটি খোয়া যায়। ঘটনার প্রায় ৮ মাস পর কর্ণফুলী থানায় চুরির মামলা করেছেন জিম্মাদার মো. আসাদুজ্জামান কায়ছার।

এই ঘটনায় পুরো উপজেলায় আলোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, এত বড় আকারের এস্কেভেটর চুরির ঘটনা প্রশাসনের গাফিলতির ইঙ্গিত দেয়। এখানে জব্দকৃত মালামালের সুরক্ষায় প্রশাসনের পর্যাপ্ত নজরদারি ও জিম্মাদারের দায়িত্ব পালনে অবহেলা স্পষ্ট।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘মামলার পরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে কোনো আলামত দেখতে পাইনি। পুলিশ মামলা নিয়ে কাজ করছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘এস্কেভেটর চুরির ঘটনায় থানায় এক ইউপি সদস্য মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এর আগে গত ১২ মে অভিযান সূত্রে জানা যায়, কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার দায়ে এলবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম ও সরওয়ার করপোরেশনের মালিক আবু সাদাত সায়েমসহ তিন প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে প্রশাসন। এ সময় ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু ও দুটি এস্কেভেটরও জব্দ করা হয়।

এই অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী। অভিযানের পর এস্কেভেটর দুটি স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছারের জিম্মায় রাখা হয়েছিল।

চুরির বিষয়ে জানতে চাইলে জিম্মাদার শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছার বলেন, ‘গত ৫ আগস্ট রাতে এস্কেভেটর দুটি চুরি হয়। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে, গত ৭ জানুয়ারি কর্ণফুলী থানায় একটি চুরির মামলা করেছি।’

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

সেকশন