হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে কিশোর খুন

কুষ্টিয়া প্রতিনিধি

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১১: ২৭
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল-আমিন সর্দার (১৮) নামে এক কিশোরের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল-আমিন পশ্চিম রানাখড়িয়া এলাকার রবিউল সর্দারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করত। একই এলাকার আসাদুলের কাছে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল রবিউলের। আসাদুল টাকা পরিশোধ নিয়ে টালবাহানা করছিল। গতকাল রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল তাঁর দুই ছেলে আকুল ও আকাশসহ আরও কয়েকজনকে নিয়ে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল আমিন ও লিটন প্রতিবাদ করলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে আল-আমিনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।

আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সর্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্লট বরাদ্দে অনিয়মে আরও ৩ মামলা: এবার প্রধান আসামি রেহানা-ববি-আজমিনা, সহযোগী হাসিনা-টিউলিপ

খানসামায় অস্ত্রোপচার ছাড়াই জন্ম নিল ৫ কেজি ওজনের শিশু

৮ বছর পর জাদুঘরে হস্তান্তর হলো সাড়ে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সেকশন