হোম > সারা দেশ > খুলনা

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

মো. মেহেদী হাসান

বাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা।

মেহেদীর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে। তাঁর এক ছোট ভাই রয়েছে। সে পড়ে অষ্টম শ্রেণিতে। তাঁদের দাদির সূত্রে পাওয়া বসতভিটা ছাড়া রয়েছে ২০ শতকের মতো চাষের জমি। মেহেদীর মা শিল্পী বলেন, ‘ছেলেকে প্রাইভেট পড়তে টাকা দিতে পারিনি। ছাগল বিক্রি করে ১০ হাজার টাকা দিয়েছিলাম। সে টাকায় মেডিকেলে ভর্তির জন্য কয়েক দিন কোচিং করেছে আর থেকেছে। এখন মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালানোর বিষয়ে দুশ্চিন্তা কাটছে না।’ একই দুশ্চিন্তা প্রকাশ করেন বাবা আনারুলও।

মেহেদী বলেন, ‘একজন মানবিক চিকিৎসক হতে চাই। আমার কাজ হবে গ্রামের দরিদ্র-অসহায় মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া।’ এ নিয়ে কথা হলে বল্লা (বি এন কে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুল হোসেন বলেন, ‘মেহেদী অত্যন্ত মেধাবী। সে অভাব-অনটনসহ নানা প্রতিকূলতার মধ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।’

মাঝপথে দুই পিডির দরপত্র স্থগিত ২০০ ঠিকাদারের ক্ষতি ২ কোটি

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সেকশন