ফেনী প্রতিনিধি
ফেনীতে সরকারি অনুমোদন ব্যতীত ৮ হাজার ৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয় দুজনকে। রোববার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তেলসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)।
ওসি মেজবাহ উদ্দিন জানান, জব্দকৃত সয়াবিন তেল, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়।