হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বোতলের গায়ের মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার তেলও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, মেসার্স শাহিন এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছেন। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে তারা। যার গায়ের মূল্য তুলে ফেলা হয়েছে। এরপর দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মূল্য তালিকা মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেছেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়। 

আছাদুল ইসলাম বলেন, অপরদিকে মেসার্স শাহিন স্টোরে দেখা যায়, তারা মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও তিনি অতিরিক্ত দাম রাখেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

সেকশন