হোম > সারা দেশ > ঢাকা

অনশন প্রত্যাহার করলেন জবি শিক্ষার্থীরা, চলবে শাটডাউন

জবি প্রতিনিধি 

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ২১: ৫৭
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশোধিত চিঠি পাঠানো হলে অনশন প্রত্যাহার করে নেন জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশন করা শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের সংশোধন করা চিঠিতে সন্তুষ্ট হয়ে অনশন প্রত্যাহার করে নিয়েছেন। তবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনশনরত শিক্ষার্থীদের কাছে সংশোধিত চিঠি পাঠানো হয় সচিবালয়ের সামনে। পরে সেই চিঠি গণমাধ্যমে পড়ে শোনান শিক্ষার্থীরা।

অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘মন্ত্রণালয়ের স্বাক্ষরিত চিঠি এসেছে। আমরা আশার আলো দেখতে পারছি। তারা সুস্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ তারিখে সেনাবাহিনীর কাছে কাজ স্থানান্তর করবে। বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল-বেজড স্ট্রাকচারের অনুমোদন দেবে। আবাসন সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা করে জানাবে।’

কর্মসূচির বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘যেহেতু আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নিয়েছে; তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তবে বুধবার সভা থেকে সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আগামীকাল সকাল ৮টা থেকে শাটডাউন কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম এ কর্মসূচির আওতাভুক্ত।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন গণমাধ্যমে বলেন, ‘আমরা সংশোধনী চিঠি পেয়েছি। এটা আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল।’

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রশাসনের জব্দকৃত দুটি এস্কেভেটর উধাও, ৮ মাস পর চুরির মামলা জিম্মাদারের

সেকশন