কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ইচ্ছে মতো দামে দোকানে বিক্রি ও বাসাবাড়িতে অবৈধভাবে মজুতের অভিযোগে এক দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মসুরের ডাল জব্দ করা হয়েছে। আজ বুধবার নগরীর কালিয়াজুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, নিয়মিত তদারকি অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফয়সালুর রহমান তার দোকানে টিসিবির তেল ইচ্ছে মতো দামে বিক্রি করছেন। এরই সূত্র ধরে তার বাসাবাড়ির খাটের নিচ ও গোসলখানা থেকে ১১২ লিটার টিসিবির তেল এবং শোয়ার ঘর থেকে ৫০ কেজি ওজনের ৫ বস্তা টিসিবির মসুরের ডাল উদ্ধার করা হয়।
এমআরপিবিহীন পণ্য দোকানে বিক্রির অভিযোগে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল এতিমদের মাঝে বণ্টনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।