নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নোয়াখালী পৌর এলাকার ল ইয়ার্স কলোনির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
আটক গোলাম হোসেন বাবলু আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি অশ্বদিয়া ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সরকার বদলের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, আটক বাবলু নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একান্ত অনুসারী ছিলেন। জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন ভূমিকা পালনের অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোলাম হোসেন বাবলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।