নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সারা দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সকাল ১০টার পর শাহবাগে অবস্থান নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
এর আগে কয়েকদিন ধরে ক্লাস বর্জন, ছাত্র-ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানায় আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠান দেড় নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট গঠন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রভিশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. সাকিব মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থী জহিরুল ইসলাম নিবিড় বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমি ৮ মাস যাবৎ ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’