হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

বিজ্ঞপ্তি

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২৩: ১২
ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি। ছবি: সংগৃহীত

পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ছয়জন কর্মকর্তা। ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাঁদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তাকে আজ বুধবার সকালে অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় অধিদপ্তরের পরিচালকেরা এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় প্রধানের দায়িত্ব পালন করবেন।

অধিদপ্তরের সম্মেলনকক্ষে র‍্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশনা দেন।

মহাপরিচালক বলেন, ‘সব দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া প্রদানের ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানমাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিবেদিতভাবে কাজ করে এই প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে আশা করি।’

বক্তব্যের শেষে পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান মহাপরিচালক।

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

সেকশন