হোম > সারা দেশ > বরিশাল

বেতাগীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে মো. সালাউদ্দীন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সালাউদ্দীন দক্ষিণ বড় মোকামিয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে। তিনি বেতাগী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সালাউদ্দীন সন্ধ্যার দিকে মোকামিয়া লঞ্চঘাট এলাকায় যান। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় মুনসুর ব্যাপারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ড হয়। একপর্যায়ে মুনসুর ছুরি দিয়ে সালাউদ্দীনকে আঘাত করে পালিয়ে যান। 
পরে স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের জরুরি বিভাগের ডা. রওনক জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’ 

নিহত সালাউদ্দীনের চাচাতো ভাই মো. মাহাবুব আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মোকামিয়া লঞ্চঘাট এলাকায় গেলে মুনসুর আমার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর আগেও মুনসুর সালাউদ্দীনের বাবাকে মারধর করে।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।’

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সেকশন