হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পরীক্ষাকেন্দ্রে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আজ রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই ছাত্রীর নাম সুমনা আক্তার (১৭)। সে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সুমন মিয়ার মেয়ে। 

কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে ইংরেজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষে সুমনা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ বিভাগের চিকিৎসক অতুল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।’ 

ছাত্রীর মা কলি বেগম জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত সে লেখাপড়া করেছে। সকালে তার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কলেজ থেকে ফোনে তাকে জানানো হয়, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, সুমনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সুস্থ হলে তার কাছ থেকে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে।

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

সেকশন