হোম > সারা দেশ > বরিশাল

কোটা বাতিলের দাবি: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ববি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সোমবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন সফল করতে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ২৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নওরিন নূর তৃষা বলেন, ‘কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্যের পতাকা বহন করছে। অতি সত্বর আমরা এই কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আ. রহমান বলেন, ‘বর্তমান কোটাব্যবস্থা সংশোধন করে সমতার ভিত্তিতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা জরুরি। আমরা চাই, মেধাবী প্রার্থীদের জন্য সুযোগ বাড়ানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের ন্যায় ক্লাসে ফিরে যেতে চাই। চাই আবারও নিয়মিত বইখাতা নিয়ে বসতে।’ তিনি সরকারের প্রতি দাবি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ক্লাসে ফিরিয়ে নিন।

এদিকে আন্দোলনে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।

আজ বেলা ৩টায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি মুলতবি রাখেন ববি শিক্ষার্থীরা।

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

সেকশন