কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার আকাশে রং-বেরঙের অর্ধশতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় রাখাইনদের এই উৎসবের আনুষ্ঠানিকতা।
এদিকে মহিপুর থানার অমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া, নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় এই ফানুস উৎসব হয়। এ সময় হাজারো প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।
এর আগে গতকাল সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও দিনভর বিহারগুলোতে ধর্মীয় আলোচনা হয়। বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এই উৎসব ঘিরে জেলার রাখাইনপাড়াগুলোতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধবিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে বলেন, ‘প্রবারণা উৎসব ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। রাতে কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া, জাগতিক সবার ওপর শান্তি বিরাজ করুক।’