হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হলো রাখাইনদের প্রবারণা উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার আকাশে রং-বেরঙের অর্ধশতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় রাখাইনদের এই উৎসবের আনুষ্ঠানিকতা। 

এদিকে মহিপুর থানার অমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া, নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় এই ফানুস উৎসব হয়। এ সময় হাজারো প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়। 

এর আগে গতকাল সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও দিনভর বিহারগুলোতে ধর্মীয় আলোচনা হয়। বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এই উৎসব ঘিরে জেলার রাখাইনপাড়াগুলোতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধবিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর। 

দিয়ার আমখলাপাড়ার উসুয়ে মং আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ ফানুস উৎসব। এ দিন হাজারো দর্শক ছুটে এসেছিল এই উৎসবে যোগ দিতে। সবাই মিলে অনেক আনন্দ করেছি।’ 

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে বলেন, ‘প্রবারণা উৎসব ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। রাতে কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া, জাগতিক সবার ওপর শান্তি বিরাজ করুক।’ 

মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। গত রাতে নানা রঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করেছেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

সেকশন