হোম > সারা দেশ > বরিশাল

মহিলা বিষয়ক কর্মকর্তার 'ইচ্ছেমতো' অফিস করার অভিযোগ 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রায় সব সময়ই থাকে তালাবদ্ধ। নারীরা সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। অফিস বন্ধ থাকায় সেবা না নিয়েই ফিরে যেতে হয় অনেককেই। অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম নিজের খেয়ালখুশি মতো অফিস করায় এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা নারীদের। 

অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা শাহিনুর বেগমকে ফোন করলেই শোনা যায় নানা অজুহাত। তিনি বেতাগী উপজেলার দায়িত্বের পাশাপাশি তালতলী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ কারণে যে উপজেলা থেকে ফোন করা হয় শুনেই অন্য উপজেলায় থাকার কথা বলেন। আবার মাঝেমধ্যে তিনি জেলা অফিস ও ঢাকায় অফিশিয়াল কাজে ব্যস্ত থাকার কথাও জানান। এ কারণে বেতাগী উপজেলার নারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

সেবা নিতে আসা হোসনাবাদ ইউনিয়নের ফুলবানু বেগম নামের এক ভুক্তভোগী বলেন, ‘এই অফিসে এসে বন্ধ দেখছি। অনেক দূর থেকে এসেছি, কী করব বুঝতে পারছি না।’ 

রাবেয়া নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘আমি এই সপ্তাহে তিন দিন এসে অফিস তালাবদ্ধ পেয়েছি। এখন পর্যন্ত ম্যাডামের সাক্ষাৎই পেলাম না। এই অফিস সব সময় তালাবদ্ধ থাকে বলে শুনেছি।’ একই ধরনের অভিযোগ করেন সিমা বেগম, আফরোজা আক্তারসহ একাধিক নারী। 

অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, ‘আমি প্রশিক্ষণের জন্য ঢাকায় থাকাতে অফিস করতে পারিনি।’ তবে কবে থেকে তিনি প্রশিক্ষণের জন্য ছুটিতে আছেন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, ‘বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম কোনো প্রশিক্ষণ কিংবা ছুটিতে নেই। তিনি অসুস্থও না। তবে কীভাবে তিনি এত দিন অফিস করেননি বিষয়টি আমার অজানা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস বন্ধ থাকার খবর পেয়েছি। ওই দপ্তরের কর্মকর্তা শাহিনুর বেগম আমাকে জানিয়েছেন তিনি প্রশিক্ষণে গেছেন।’

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বরিশাল নগরে গৃহকর: ঘুষ দিলে মাপা হয় না ঘর

সেকশন