হোম > সারা দেশ > বরিশাল

‘বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়’ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়। নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। কিন্তু বিএনপি অন্য ভাষায় সরকারকে পদত্যাগ করতে বলছে। এটা মানা যায় না। 

আজ শনিবার বিকেলে বাকেরগঞ্জের কামারখালীতে আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম।

শিরীন আখতার বলেন, আগামী নির্বাচনকে আমরা যুদ্ধের চোখে দেখছি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এই দুই গোষ্ঠী যেভাবে বেড়ে উঠছে তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বাংলাদেশের কারাগারে কোনো আলেম নেই বলেও উল্লেখ করেন জাসদের এই নেত্রী। 

জাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৪ দল অটুট থাকবে। আমিও মনে করি এই ১৪ দলকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। উপস্থিত ছিলেন জাসদের জেলা সভাপতি মো. আব্দুল হাই মাহবুব, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, এনায়েত হোসেন খান ছানা, আফজাল হোসেন বাচ্চু প্রমুখ। সম্মেলনে বিপুল পরিমাণ নেতা-কমী অংশগ্রহণ করেন। 

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সেকশন