নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।