নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের পাশের আদালতপাড়ার প্রবেশমুখে ও ভেতরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল বিজিবি ও পুলিশ। অপরিচিত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীরা দাঁড়িয়ে যান। তাঁদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরাও। তারপর তাঁরা আদালত চত্বরে প্রবেশ করেন।
‘লাশ মারিয়ে সংলাপ নয়’, ‘দিনে নাটক, রাতে আটক’ এ রকম নানা স্লোগানে চারপাশ মুখর করে তোলেন তাঁরা।
এর আগে সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-ছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন। জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন। এ সময় অন্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।