নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ইপিজেড এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের মমতা গলি সংলগ্ন পরিত্যক্ত এক ঘরের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে।
মৃত ব্যক্তির নাম সুমন জলদাশ রামু (৩৫)। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা ও নগরীতে তিনি ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় থাকতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, পরিত্যক্ত মালামাল কুড়িয়ে বিক্রি করা ছিল সুমনের পেশা। বুধবার সকালে তিনি আকমল আলী রোডে পরিত্যক্ত জিনিসপত্র কুড়াতে বের হয়েছিলেন। সেখানে একটি গলিতে দুই পরিত্যক্ত ঘরের পাশে খালি জায়গায় কিছু পানি জমে ছিল। সেই পানিতে পুরোনো টিন ছিল আর টিনের সঙ্গে বিদ্যুতের তার লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পানিতে দাঁড়িয়ে টিন ধরায় সুমন বিদ্যুতায়িত হয়ে মারা যান। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।