নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকায় পিটুপি ফার্নিচারে আগুনের ঘটনায় দুজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের ঘটনায় ওই দোকানে থাকা দুই কর্মচারী আগুনে পুড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগেই তাঁরা মারা যান। নিহত দুজন দোকানে ফার্নিচারের রঙের কাজ করছিলেন। আগুন লেগে যাওয়া তাঁরা দোকান থেকে বের হতে পারেননি।’
তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম পরিচয় জানাতে জানা যায়নি বলে জানান তিনি।
এর আগে আজ সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ওই দোকানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১ ঘণ্টা ২০ মিনিটের বেশি সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে তাঁরা ডাম্পিংয়ের কাজ করছেন।