হোম > সারা দেশ > চট্টগ্রাম

রক্তিমের অবস্থা সংকটাপন্ন, পিকআপের চালক-মালিকের খোঁজ নেই

কক্সবাজার প্রতিনিধি

গত মঙ্গলবারের ভয়াবহ দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রক্তিম সুশীলের অবস্থা সংকটাপন্ন। চার দিনেও তাঁর জ্ঞান ফেরেনি। তিনি আইসিইউতে রয়েছেন। চিকিৎসকেরা ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। সে সময়ও পার হয়ে গেছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্লাবন সুশীল। তাঁর অবস্থাও খুব একটা ভালো নয়। ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন। দুর্ঘটনায় অক্ষত ফেরা প্লাবন ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত। হীরা সুশীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার তাঁর পায়ে অপারেশন হয়েছেন। তাঁর ডান পা ভেঙে দুভাগ হয়ে গেছে। শরীরে আরও কয়েক জায়গায় আঘাত রয়েছে। 
 
গত ৮ ফেব্রুয়ারির দুর্ঘটনায় পাঁচ ভাইকে হারিয়েছেন মুন্নী সুশীল। তাঁর স্বামী খগেশ চন্দ্র খোকন বলেন, তাঁর স্ত্রীর ভাইয়েরা সবাই অবস্থাসম্পন্ন ছিলেন। কেউ চাকরি করতেন, কেউ বিদেশ ছিলেন। কিন্তু একজন ছাড়া সবার স্ত্রী গৃহবধূ। সবার সন্তান ছোট। এখন তাঁদের সংসার ও পড়ালেখার কী হবে—   তা ভেবেই কূল পাচ্ছেন না স্বজনেরা। 

এ ঘটনা পরিকল্পিত বলে মনে করছেন ঘটনার প্রত্যক্ষদর্শী মুন্নী সুশীল। তিনি বলেন, ‘আমরা সাত ভাই ও দুই বোন ক্ষৌরকর্ম সেরে পিচঢালা রাস্তা থেকে কমপক্ষে ৩ থেকে ৪ ফুট দূরে দাঁড়িয়ে ছিলাম। বেপরোয়া পিকআপটি দ্রুত এসে আমাদের চাপা দেয়। তখন আমি ও প্লাবন ছিটকে পড়ি। তখন দেখি পিকআপটি পেছনে এসে আবার চাপা দেয়। পরিকল্পিত না হলে এটি পেছনে এসে আবার কেন চাপা দিল?’ 

এদিকে ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও জড়িত চালক বা পিকআপ ভ্যানটির মালিককে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার দিন বিকেলে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে। গাড়ির চালককে আটক করতে না পাড়ায় নিহতদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ও মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক শেফায়েত হোসেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের চাপায় পাঁচ ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৮) নিহত হন। আহত হন আরও তিন ভাই–বোন।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

সেকশন