কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে নিজেদের পরিচয় প্রকাশ করেন তাঁরা।
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।