হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাকলিয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারা দেশে শাটডাউনের অংশ হিসেবে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ৪০০-৫০০ কোটা আন্দোলনকারী অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। ৩০ মিনিট চলা এই সংঘর্ষের পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হন।

ঘটনাস্থলে রয়েছেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল কাইয়ুম। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। নতুন ব্রিজ এলাকায় প্রচুর বিজিবি ও পুলিশ ছিল। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছোড়েন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। ৩০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন কোনো আন্দোলনকারী নেই।

শফিকুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সরকার এখন আন্দোলনকারীদের ছাত্রদল-শিবির বানাতে ব্যস্ত। এগুলো পুরোনো নাটক। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে পুলিশের বাকলিয়া জোনের ডিসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন