নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ববিদ্যালয় দিবস ২০২২ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলমের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০০১ সালে মহান জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা থাকব না, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব। আজকের এই দিনে এই আশাবাদ ব্যক্ত করছি।’
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা) মো. জসীম উদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।