হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মারামারিতে পথচারী নিহত, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে পথচারী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের সাদিকুর রহমান (২৬) ও একই জেলার সদর ইউনিয়নের হাফিজুল ইসলাম (২৬)। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, হাফিজুলকে পতেঙ্গা থানাধীন খেজুরতলা ও সাদিকুরকে ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় একটি পোশাক কারখানার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া ভিন্ন আরেকটি কারখানার শ্রমিক ও পথচারী মেহেদী হাসান (১৯) ছুরিকাঘাতের শিকার হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। 

নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। তিনি সিইপিজেডে মেরিমো গার্মেন্টসে ক্যানটিন বয় হিসেবে কাজ করতেন। 

ওসি মোহাম্মদ হোসাইন বলেন, ওই ঘটনায় শুক্রবার নিহত মেহেদীর মা রেহানা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় সাদিকুর, রমজানসহ অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন