নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেয় উলফুল। এই উলফুল ঘর ঝাড়ুর কাজে ব্যবহিত হয় গ্রাম থেকে শুরু করে শহরে-বন্দরে। ঘর পরিচ্ছন্নতার কাজে এর জুড়ি মেলা ভার, তাইতো উলফুলের চাহিদা ব্যাপক। দিনে দিনে সমতলেও বাড়ছে এর চাহিদা।
রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ের প্রাকৃতিকভাবে জন্মানো এই উলফুল স্থানীয় হাট-বাজারগুলোর চাহিদা মিটিয়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এটি বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন এ অঞ্চলের নারী-পুরুষেরা।
গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে নানিয়ারচর গিলাছড়ি বাজারে দেখা মিলে এই পাহাড়ি ঝাড়ুর। হাটবাজারে অর্ধেক জুড়েই যেন বিক্রির জন্য আনা হয়েছে পাহাড়ি ফুলের এই ঝাড়ু।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘চাহিদা থাকায় নানিয়ারচরের বিভিন্ন স্থান থেকে উল ফুল সংগ্রহ করে পাহাড়ি-বাঙালি নিম্ন আয়ের নারী-পুরুষেরা। পাহাড়ের বন-জঙ্গল থেকে সংগ্রহ করা উল ফুলের আঁটি বানিয়ে ঝাড়ু হিসেবে প্রতিদিন স্থানীয় হাট-বাজারগুলোতে বিক্রি করেন শ্রমজীবী মানুষেরা।’