নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে র্যাবের একটি বোম্ব ডিসপোজাল দল। ঘটনাস্থলে কোনো বিস্ফোরকদ্রব্য পায়নি বলে জানায় র্যাব।
আজ বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাবের বোম্ব ডিসপোজাল টিমের উপপরিচালক মেজর মসিউর। এর আগে ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে এসে মডেল মসজিদের দ্বিতীয় তলার ওই কক্ষ এবং আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
মেজর মসিউর জানান, আলামতগুলো পরীক্ষার পর বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নরমাল কোনো জিনিস থেকে বিস্ফোরণ হয়েছিল।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মুয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও ওপরের সিলিং ফ্যানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।