ফেনী প্রতিনিধি
ফেনীতে জুলাই বিপ্লবে হতাহতদের স্মরণে আলোচনা সভা করেছে জেলা রিপোর্টার্স ইউনিটি। আজ বুধবার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক ও বিশেষ অতিথি জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।
বক্তব্য দেন–সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা জেএসডির সভাপতি হীরালাল চক্রবর্তী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শাহআলম বাদল, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, জুলাই বিপ্লবে নিহত সরোয়ার জাহান মাসুদের চাচাতো ভাই মোরশেদ আলম ও মাহবুবুল হাসান মাসুমের ভাই মঞ্জুরুল হাসান। সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর ভূঁইয়া।