নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিতে জড়িত নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন স্টেশনের অফিসার ইনচার্জ সালামত উল্লাহ। গতকাল বুধবার আজকের পত্রিকায় ‘টিকিট কালোবাজারিতে জড়িত রেলের কর্মীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পূর্বাঞ্চলের আরএনবি প্রধান জহিরুল ইসলাম ভূঁইয়ার কাছে এই চিঠি দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সালামত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পত্রিকায় যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তদন্তপূর্বক তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে বলা হয়।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরএনবির সদস্য ছাড়াও স্টেশনের প্রধান বুকিং সহকারী দোলোয়ার হোসেন, স্টেশন মাস্টার (গ্রেড-২) শফিকুল ইসলাম, বুকিং সহকারী মো. জসিম উদ্দিন, সিএনএস অপারেটর মফিজুর রহমান ও কাওসারের বিরুদ্ধে কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
চিঠিতে আরএনবির যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয় তাঁরা হলেন-সোহেল, শামীম, মশিউর রহমান, কুদরত আলী, মাহফিজুর রহমান ও নায়েক গাজী সাইফুল ইসলাম।
এদিকে টিকিট কালোবাজারিতে যেসব রেল কর্মচারীর নাম আসছে তাদের বিষয়েও ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে। চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আজকে সবাই রেললাইনের সাইটে ব্যস্ত থাকায় বসা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
সরেজমিন-কমলাপুর-রেলওয়ে-স্টেনশন