নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক ভাঙারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তাঁর নাম মুসলিম উদ্দিন (৪৮)।
আজ রোববার রাতে নগরের বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খুনের শিকার ওই ব্যক্তি এলাকার মো. মিয়ার ছেলে। তাঁর ভাঙারি ব্যবসার দোকান রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘মুসলিমের একটি ভাঙ্গারি দোকান আছে বলে আমরা জানতে পেরেছি। ওখানেই রাতে স্থানীয় দুই যুবকের সঙ্গে তাঁর কিছু বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর তাঁদের মধ্যে একজন মুসলিমের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।