হোম > সারা দেশ > চট্টগ্রাম

শান্তিপূর্ণ পরিবেশে চলছে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন 

নোয়াখালী প্রতিনিধি

শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার উপজেলার নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ হচ্ছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন। 

এদিকে জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ হাজার ৩০৬ জন। 

সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের লোকজন কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন