নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গাছে পানি দেওয়ার সময় ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ফাতেমা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দার হাট কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার নিউ চান্দগাঁও আবাসিক এলাকার আবুল খায়েরের মেয়ে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে ফাতেমা মারা যান। তাঁকে হাসপাতালে নিয়ে আসা তাঁর ভাই মো. হাসান আমাদের জানিয়েছেন, বিকেলে বাসার ছাদে গাছে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ফাতেমা ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন।