রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নিজ শয়নকক্ষে ‘বিষপানে’ দীপংকর দে (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত এগারোটার দিকে উপজেলার ১০ নম্বর গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাধামোহন বিশ্বাস বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই বলরাম দে জানান, সোমবার রাতে তাদের পরিবারের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। ফিরে এসে ভাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান, দিপংকর দে কাগতিয়া বাজারের দুলাল চৌধুরী মার্কেটে
এস. ডি ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকান করত। সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দাভাব চলায় মানসিকভাবে ভেঙে পড়েন। গত কয়েক দিন পূর্বে ট্যাবলেট খেয়ে আরও একবার আত্মহননের চেষ্টা করে সে। পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় প্রাণে বেঁচে যান।
বিবাহিত জীবনে দীপংকর দের নিশান দে (১২) ও নির্ময় দে (৭) নামের দুই পুত্র সন্তান রয়েছে। নিহতের সন্তান নিশান দে জানান, বাবার সঙ্গে পরিবারে কোনো সমস্যা ছিল না। স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।