নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার বিকেল ৪টায় তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে বেলা ৩টা ৪৫ মিনিটে কমিশন তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলাও ছিল।
এই আসনে ভোট গ্রহণ চলবে কি না, এমন প্রশ্নের জবানে ইসি সচিব বলেন, ভোট গ্রহণ চলবে। তিনি ছাড়া আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন।