হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে এবার হেলমেট পরা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে বালুখালীর একটি খাল থেকে হেলমেট মাথায় দেওয়া অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ২টার দিকে বালুখালী কাস্টমসসংলগ্ন খালের ভেতরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

ওসি বলেন, ‘মরদেহের মাথায় হেলমেট, হাতে গ্লাভস ও পরনে ছিল সামরিক পোশাক। তাঁর শরীর থেকে দুটি ম্যাগজিন ও ৯৯ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা— মরদেহটি মিয়ানমারের সরকারি বাহিনী বা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে।

সরেজমিন দেখা গেছে, খালের কিনারে লাশটি টেনে আনা হয়েছে। তবে তাঁর মুখমণ্ডল ফুলে ওঠায় তাকে চেনা যাচ্ছে না।

এই খালটি বালুখালীর ভেতর থেকে নাফ নদে গিয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ময়লা পানি ও বর্জ্য এই খালটি দিয়ে নাফ নদে গিয়ে পড়ে। 

এক সপ্তাহ ধরে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। এর মধ্যে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটল। গতকাল রহমতের বিল থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন